Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতে হিন্দু সেনা উদযাপন করেছে ট্রাম্পের জন্মদিন

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের রাজধানী নয়া দিল্লির একটি পার্কে কেক কেটে ও বেলুন উড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন উদযাপন করেছে ভারতীয় ভক্তরা। দেশটির ডানপন্থি হিন্দু সেনার অন্তত ২০ সদস্য তিন স্তরের একটি কেক কেটেছেন। এ সময় ট্রাম্পের ছবিতে কেক তুলে ধরে তারা শুভ জন্মদিন জানান। আরব আমিরাতের জাতীয় দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ভারতীয় ভক্তরা গত মঙ্গলবার নয়া দিল্লির ওই পার্কে সাংবাদিকদের আমন্ত্রণ জানান। পার্কের একটি অংশ তাঁবু টানিয়ে বেলুন ও ট্রাম্পের ছবি সাঁটানো হয়। একটি ছবিতে ট্রাম্পের হাতে রাইফেল দেখা যায়। হিন্দু সেনার নেতা বিষ্ণুগুপ্ত বলেন, দায়েশের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর আলোচনায় তারা উদ্বুদ্ধ হয়েছেন। ভারতে ট্রাম্প ভক্তদের এটি দ্বিতীয় কোনো অনুষ্ঠান। গত মাসে একদল ভারতীয় আসন্ন মার্কিন নির্বাচনে ট্রাম্পের বিজয় কামনা করেন। ইনডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতে হিন্দু সেনা উদযাপন করেছে ট্রাম্পের জন্মদিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ