বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে পুলিশের সাথে কথিত বন্দুযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোরে নগরীর অনন্যা আবাসিক এলাকা সংলগ্ন কুয়াইশে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত যুবকের নাম মো. আইয়ুব (২৬), তার বাড়ি হাটহাজারি উপজেলার কুয়াইশ এলাকায়।
তার বিরুদ্ধে নগরীর চান্দগাঁও ও হাটহাজারি থানায় ছিনতাই, ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা আছে বলেও দাবি পুলিশের।
গত ২৫ সেপ্টেম্বর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক নির্মাণ শ্রমিক খুন হন। এই খুনের ঘটনায় আইয়ুব অন্যতম সন্দেহভাজন বলে দাবি চান্দগাঁও থানার ওসি আবুল কালামের।
তিনি জানান, অনন্যা আবাসিক এলাকার নির্জন স্থানে আইয়ুবের নেতৃত্বে একদল ছিনতাইকারী অবস্থান নিয়েছে খবর পেয়ে চান্দগাঁও থানা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়।
এসময় পুলিশকে লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। দুই পক্ষের গুলি বিনিময়ের পর একজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে জানা যায় আইয়ুব।
ওসি আবুল কালাম বলেন, গত ২৫ সেপ্টেম্বর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় নির্মাণ শ্রমিক বাচ্চু হাওলাদার কাজ শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়।
এসময় ছিনতাইকারীরা তার কাছে থাকা সাত হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা বাচ্চুকে ছুরিকাঘাত করলে সে মারা যায়।
হত্যা মামলা তদন্ত করে পুলিশ ঘটনার সাথে আইয়ুবের জড়িত থাকার প্রমাণ পায় বলে জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।