Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান যাচ্ছে সাকিবরাও!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

নিরাপত্তার শঙ্কা কাটিয়ে বর্তমানে পাকিস্তানে সফর করছে শ্রীলঙ্কা। তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে আগামী ২৩ অক্টোবর পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার সাকিব-তামিমরাও পাকিস্তান সফর করবে! আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম আনুযায়ী (এফটিপি) আগামী বছর পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে নিরাপত্তা পরিকল্পনা পাঠিয়েছে দলটি। সেই নিরাপত্তা পরিকল্পনা বিসিবি নিজেরা দেখছে। পাশাপাশি বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশন এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দিয়েছে বিসিবি। তাদের গ্রীন সিগন্যালের ওপর নির্ভর করবে সাকিব, তামিম, মুশফিকদের পাকিস্তান সফর। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমাদের দলগুলোর বিদেশ সফরের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা ছাড়পত্র। আমরা বিষয়টা নিয়ে কাজ করছি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দেশগুলোর হাই কমিশনের সাথে। আমাদের প্রতিনিধি সেখানে যাবে। তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ