Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শিগগিরই অভিনয়ে ফিরছেন প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ৮:০৮ পিএম

শিগগিরই অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ভারতীয় একটি গণমাধ্যমের খবরে জানা যায় দীর্ঘদিন পর একটি কমেডি সিনেমার মধ্যমে এই অভিনেত্রী পর্দায় ফিরছেন।

নাম ঠিক না হওয়া ওই সিনেমাতে ৪৪ বছর বয়সী প্রীতি জিনতাকে দেখা যাবে পরেশ রাওয়ালের ছেলের বউয়ের চরিত্রে। সিনেমাটি প্রযোজনা করবেন আশুতোষ গোয়ারিকর। কিন্তু পরিচালনায় কে থাকছেন সেটা এখনই জানাতে নারাজ প্রযোজক। শুধু পরিচালকই নন, সিনেমাটি সম্পর্কে কোনো তথ্যই এখন জানাতে চান না তিনি। তবে বলিউডের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে প্রীতির বিপরীতে একটি দ্বৈত চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালকে।

এদিকে প্রীতি জিনতাকে সর্বশেষ দেখা গেছে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমাতে। ২০১৬ সালে মার্কিন ব্যবসায়ী ও আইপিএলে প্রীতির সঙ্গী জিন গুডএনাফের সঙ্গে বিয়ে হয়। এর আগে এই অভিনেত্রীকে দেখা গেছে ‘ইশক ইন প্যারিস’ সিনেমাতে।



 

Show all comments
  • M.alam ১১ অক্টোবর, ২০১৯, ৫:০৮ পিএম says : 0
    Holl
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ