Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা হতে চলেছেন প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ৪:৫৬ পিএম
খুব শিগগিরই ভক্তদের সুখবর দিতে চলেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। গেল কয়েকদিন ধরে বি টাউনের বাতাসে গুঞ্জন রটেছে মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে অন্তর্জালেও শুরু হয়েছে জোর জল্পনা। অবশেষে সকল জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই।
 
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে 'বাবলি গার্ল' খ্যাত অভিনেত্রী প্রীতি জিনতা জানিয়েছেন, 'ক্যারিয়ার, সংসার সব মিলিয়ে দারুন খুশি তিনি৷ তবে জীবনের পূর্ণ স্বাদ পাবেন মা হওয়ার পরেই। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে তিনি এবং স্বামী জেন গুডেনাফ আলোচনা করেছেন বলেও জানান এই অভিনেত্রী।'
 
এমন খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর অনুরাগীরা খুশিতে আত্মহারা। ভক্তদের পাশাপাশি বলিউডের সহকর্মীরাও অভিনেত্রীকে আগাম শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।
 
প্রসঙ্গত, ২০১৬ সালে দীর্ঘদিনের প্রেমিক জেনে গুডেনাফের সঙ্গে দ্বিতীয় বারের মতো বিয়ের পিড়িতে বসেন প্রীতি জিনতা। এরপর থেকেই অভিনয়কে সাময়িক বিদায় জানান তিনি। বর্তমানে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আছেন এই চিত্রতারকা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রীতি জিনতা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ