Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর বায়োপিকের নাম হতে পারে বঙ্গবন্ধু: আ বায়োপিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ২০২০ সালের ১৭ মার্চ। এ উপলক্ষে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক। সিনেমাটির প্রি-প্রোডাকশনের আলোচনার জন্য গত সপ্তাহে মুম্বাই গিয়েছিলেন তথ্যসচিব আবদুল মালেক। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধুর বায়োপিকের প্রকল্পের নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু: আ বায়োপিক’। এটিই হতে পারে সিনেমার নাম। তবে এ নাম এখনও চূড়ান্ত নয়। অন্যদিকে বায়োপিকের অনেক কাজ এখনো চ‚ড়ান্ত হয়নি। তাই বিষয়গুলো এগিয়ে নিতে তথ্যসচিব তিন দিনের সফরে যান মুম্বাই। উল্লেখ্য, সিনেমাটি নির্মাণ করবেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটির চিত্রনাট্য করছেন ভারতের অতুল তিউয়ারি। এক সাক্ষাৎকারে পরিচালক ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন নভেম্বরে শুরু হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শূটিং আর সিনেমার দৈর্ঘ্য হবে ১৮০ মিনিট বা তিন ঘণ্টা। ২০২০ সালেই সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত হয়ে যাবে বলে জানিয়েছিলেন পরিচালক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ