Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফারাজ গোল্ডকাপ ফুটবল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১৭ এএম

ইউনাইটেড গ্রæপের পৃষ্ঠপোষকতায় ফারাজ আন্তঃবিশ্ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। গতকাল কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের একমাত্র খেলায় স্টেট ইউনিভার্সিটি ১-০ গোলে হারায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন মিজানুর রহমান। ম্যাচের শুরু থেকে দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেললেও প্রথমার্ধ কাটে গোলশূণ্য অবস্থায়। তবে বিরতির পর গোল পেতে মরিয়া হয়েই লড়ে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। তারা একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তুলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রক্ষণভাগকে। তার ফলও পেয়ে যায় বিজয়ীরা। ম্যাচের ৬৮ মিনিটে সতীর্থের কাছ থেকে বল পেয়ে দারুণ শটে গোল করে মিজান (১-০)। এগিয়ে যাওয়ার পর স্টেট ইউনিভার্সিটি নিজেদের রক্ষণদূর্গ সামলে ব্যবধান বাড়াতে আক্রমণ অব্যহত রাখলে আর কোনো গোলের দেখা পায়নি। ফলে শেষ পর্যন্ত একমাত্র গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফারাজ গোল্ডকাপ ফুটবল

২৭ সেপ্টেম্বর, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ