মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগান সেনাবাহিনীর একাধিক সিরিজ বিমান হামলায় দেশটির উত্তরাঞ্চলের কয়েকটি প্রদেশে অন্তত ১৬০ জন তালেবান সেনা নিহত হয়েছেন। আফগানিস্তানের উত্তরাংশের দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর ২৯নং সেক্টর শাহীন কর্প এ খবর নিশ্চিত করেছে। আফগানিস্তানের প‚র্বাঞ্চলে সার-ই-পুল, জাউজ্জান ও ফারিয়াবে মঙ্গলবার রাতে একাধিক সিরিজ বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে সেনাবাহিনীর দায়িত্বশীল অংশটি। এতে অন্তত ১৬০ জন তালেবান সেনা নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন বলে বিবৃতি দিয়েছে শাহীন কর্পের ১০৯তম সেক্টর। হামলায় তালেবানের ৫০টি মোটরসাইকেলসহ বিপুল সংখ্যক অস্থ¿, গোলাবারুদও ধ্বংস হয়। এছাড়া বুধবার পাকটিকা প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আফগান নিরাপত্তা বাহিনীর পৃথক আরেকটি হামলায় অন্তত ১৩ জন তালেবান সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। এদিন কুন্দুজ প্রদেশের উত্তরাঞ্চলেও নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত ১০ জন তালেবান নিহতের ঘটনা নিশ্চিত হওয়া গেছে। কোনও ঘটনার ব্যাপারেই তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন বিবৃতি দেওয়া হয়নি। খামা প্রেসের অপর এক খবরে বলা হয়, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির একটি নির্বাচনী প্রচারণায় বোমা হামলায় একজন সাংবাদিক ও এক শিশুসহ মোট চারজনের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার স্থ’ানীয় সময় আনুমানিক রাত ৮টায় দেশটির দক্ষিণ কান্দাহারে এ ঘটনা ঘটে। আসন্ন ২৮ সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ঘটনাস্থলের পাশেই একটি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন গনি। স্থ^রাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমি এ খবর নিশ্চিত করেছেন। রাহিমি বলেন, বিস্ফোরিত বোমাটি তালেবান বাহিনী প্রেসিডেন্ট ঘানির নির্বাচনী প্রচারণা অফিসের পাশেই পুঁতে রেখেছিল। এ বিস্ফোরণে চারজন মারা গেছেন। তাদের মধ্যে একটি শিশু ও আবদুল হামিদ হোতাকি নামে হিওয়াদ রেডিওর একজন সাংবাদিকও আছেন। এছাড়া একজন নারী ও এক শিশুসহ আরও অন্তত ৬ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় তালেবানের কাছ থেকে এখনও কোন বিবৃতি আসেনি। খামা প্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।