Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

রাউজানে ডেন্টাল কেয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা, আটক ২

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ৯:২৫ পিএম

চট্টগ্রামের রাউজানের গহিরায় ডেন্টাল কেয়ারের আড়ালে ইয়াবা ব্যবসায় সম্পৃক্ত থাকার অভিযোগে রাউজান উপজেলা ছাত্রলীগের সহযোগিতায় গাঁজা, ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘ক’ সার্কেল। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার গহিরা এলাকার ‘পদ্মা ডেন্টাল কেয়ার নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের পুত্র এস. এম মুছা (৩৫) ও একই এলাকার মৃত মীর আহম্মেদের পুত্র মীর আবুল কাশেম (৪৪) কে আটক করে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু বলেন, বেশকিছুদিন ধরে আমরা বিয়টি নজরে রেখেছি। আজ হাতেনাতে ধরে উপজেলা প্রশাসনকে খবর দিলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এহসান মুরাদ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এসে তাদের আটক করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম উত্তর জেলা ‘ক’ সার্কেলের পরিদর্শক জীবন বড়–য়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ দুইজন আটক করেছি। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুইজন স্বীকার করেছেন ডেন্টাল কেয়ারের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। ডেন্টাল কেয়ারের ভেতরে ইয়াবা সেবনের আসর বসত বলেও জানিয়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ আটক

৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ