Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরব সাগরে পাকিস্তানের নৌ মহড়া, উদ্বেগে ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৪৯ পিএম

উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহীনির গুরুত্বপূর্ণ মহড়ার উপর কড়া নজর রাখতে তৎপর হল দিল্লি। তৈরি রাখা হয়েছে যুদ্ধজাহাজ, সাবমেরিন, ফাইটার জেট। আগামী কয়েকদিন পাকিস্তানের মহড়ায় থাকবে মিসাইল ও রকেট উৎক্ষেপণের মতো আরও অনেক কিছু।

ভারতের প্রতিরক্ষা দফতরের একটি সূত্র জানিয়েছে, যে কোনও রকম পরিস্থিতির জন্য ভারতীয় বাহিনীকে তৈরি থাকতে বলা হয়েছে। সূত্রের দাবি, ‘জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার পর ভারতের উপর হামলার ঝুঁকি রয়েছে। যদিও পাকিস্তানি মহড়া নিয়মমাফিকই হচ্ছে, যেমনটা প্রতি বছর হয়, তবু উদ্দেশ্য খুব দ্রুত বদলে যেতে পারে।’

২৫ থেকে ২৯ সেপ্টেম্বর আরব সাগরে মহড়ার কারণে সতর্কতা নিয়েছে পাকিস্তানও। তাদের গোটা মহড়ার উপর কড়া নজর রাখছে ভারতীয় নৌ ও বিমানবাহীনি। বালাকোটে জইশ শিবিরে বিমান হামলা চালানোর পর এই প্রথম এতটা সতর্কতা অবলম্বন করছে ভারতীয় বাহিনী। এক কর্মকর্তা জানিয়েছেন, ‘যদিও কোনও সেনা সংঘর্ষ হওয়ার কথা নয়, তবুও আমরা এ ব্যাপারে চান্স নিতে পারি না।’ ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ মর্যাদার তকমা তুলে নেওয়ার পর গোয়েন্দা সূত্র জানিয়েছিল যে, ভারতে বড়সড় সন্ত্রাসবাদী হামলা চালানো হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ