মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২০০৮ মুম্বাই হামলার মূল সন্দেহভাজন ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর উপাধী পাওয়া হাফিজ সাইদ মাসিক খরচ চালানোর জন্য যাতে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন, জাতিসংঘে সেই অনুরোধ জানিয়েছিল পাকিস্তান। এ ব্যাপারে কোনও আপত্তি না-ওঠায় জাতিসংঘ সেই অনুরোধে সম্মতি দিয়েছে।
১৫ আগস্ট জারি করা বিজ্ঞপ্তিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জানিয়েছে, পাকিস্তানের অনুরোধে কোনও দেশ আপত্তি জানায়নি। তাই মাসিক ন্যূনতম খরচ চালানোর জন্য জামা-উদ-দাওয়া প্রধানকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি দেওয়া হচ্ছে।
হাফিজ সাইদকে ‘স্পেশ্যালি ডেসিগনেটেড গ্লোবাল টেররিস্ট’ উপাধী দিয়েছে আমেরিকার ট্রেজারি দফতর। হাফিজ সইদের বিচারে সাহায্য করে এমন তথ্য দেওয়ার বিনিময়ে ১০ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করা হয়। ইউএনএসসি’র রেসোলিউশন মেনে সইদের ব্যাংক অ্যাকাউন্ট স্তব্ধ করে রেখেছে পাকিস্তান সরকার। তারা জাতিসংঘের কাছে অনুরোধ করে, নিজের পরিবারের খরচ চালানোর জন্য প্রায় এক হাজার ডলার ব্যাংক থেকে তুলতে অনুমতি দেয়া হোক সাইদকে।
এই ঘটনা এমন একটা সময়ে ঘটেছে, যখন বারবার পাকিস্তান দাবি করছে যে তারা সন্ত্রাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। মে মাসে পাকিস্তানের সন্ত্রাস দমন শাখা হাফিজ সাইদ ও তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ও পরে সাইদকে গ্রেফতারও করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।