গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর খিলগাঁও এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তৌহিদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামে। খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বুকে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে।
খিলগাঁও থানার ডিউটি অফিসার আজাদ হাওলাদার জানান, সুরতহাল শেষে ভোর ৪টায় ঘটনাস্থল থেকে নিহতের লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে পাঠান খিলগাঁও থানার এসআই সৈয়দ রুহুল আমি। বর্তমানে নিহতের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।
এসআই আজাদ জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ নিয়ে আসেননি। যোগাযোগও করেনি কেউ। নিহতের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।