Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার সভাপতির সাথে এফবিসিসিআই সভাপতির সাক্ষাৎ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে একটি ব্যবসায়ি প্রতিনিধিদল গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেেিডন্ট এন্ড সিইও মার্ক জাফিরের সাথে সাক্ষাত করেছেন। গত মঙ্গলবার সাক্ষাতে অন্যান্যদের মধ্যে এফবিসিসিআই সহ-সভাপতি মো. রেজাউল করিম রেজনু, এফবিসিসিআই পরিচালক সুজিব রঞ্জন দাস, নাজ ফারহানা আহমেদ, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খায়রুল হুদা চপল এবং গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সের নির্বাহী পরিচালক হেলেনা ন্যাট উপস্থিত ছিলেন। একই দিন এফবিসিসিআই নেতৃবৃন্দ নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান বিজনেস এ্যালায়েন্স নেতৃবৃন্দের সাথে এক ‘ব্যবসা সম্মেলন’-এ মিলিত হন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এফবিসিসিআই নেতৃবৃন্দ জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবসায়ি সংগঠনের সঙ্গেও বৈঠক করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেটা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ