Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়ন্স হকি ঢাকায় হচ্ছে না!

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভেন্যু বাতিল হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছর ঢাকায় দুটি আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট টার্ফে গড়ানোর কথা ছিল। সেপ্টেম্বরে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির ভেন্যু ঢাকা হলেও এখানে নভেম্বরে হচ্ছে না চ্যাম্পিয়ন্স হকি টুর্নামেন্ট। মূলত মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ফ্লাড লাইট সুবিধা না থাকায় চ্যাম্পিয়ন্স হকির ভেন্যু সরিয়ে নেয়া হয়েছে। আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সিদ্ধান্ত অনুযায়ী এই টুর্নামেন্ট এখন মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন্স হকির ভেন্যু হতাশ বাংলাদেশ হকি ফেডারেশন। তবে তাদের সান্তনা অন্তত একটি আন্তর্জাতিক আসরতো বসছে দেশে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি। এ আসরে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ওমান, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশের অংশ নেয়ার কথা। ইতোমধ্যে পাকিস্তান ও জাপান খেলার ব্যাপারে নিশ্চিত করেছে। তবে এই টুর্নামেন্টের ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে বাংলাদেশের বিকেএসপি দল অংশ নেবে বলে ফেডারেশন সুত্র জানায়। এ প্রসঙ্গে ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমত উল্লাহ বলেন, ‘অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে বিকেএসপির অনূর্ধ্ব-১৮ দলটি। বর্তমানে স্থানীয় কোচের অধীনে তারা অনুশীলন করলেও খুব শীঘ্রই বিদেশী কোচের তত্ববধানে প্রস্তুত হবে বিকেএসপির ছেলেরা। আমরা দক্ষিণ আফ্রিকান হকি কোচ জাইলস বনেটের সঙ্গে যোগাযোগ করছি। সহসাই তিনি ঢাকায় আসছেন। আশাকরি সব ঠিক থাকলে তিনি এসেই বিকেএসপির অনূর্ধ্ব-১৮ দলটির দায়িত্ব নেবেন।’
খাজা রহমতউল্লাহ জানান, অনুর্ধ্ব-১৮ এশিয়া কাপ ঢাকায় হলেও নভেম্বরে এখানে হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট। তিনি বলেন, ‘আন্তর্জাতিক হকি ফেডারেশন বলেছে ফ্লাড লাইট না থাকায় অনেক দেশই ঢাকায় খেলতে আগ্রহী নয়। ফ্লাড লাইট বসানোর পরিকল্পনা অনেক আগে থেকেই নেয়া আছে। টাওয়ার কোথায় বসানো হবে তাও ঠিক হয়েছে। কিন্তু অর্থের অভাবে কাজ শুরু করা যাচ্ছে না। যদিও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে একটি বাজেট দিয়েছিলাম আমরা। কিন্তু সেই বাজেটের বরাদ্দ এখনো পাইনি। টুর্নামেন্টটির আয়োজন করতে পারলে আমাদেরই লাভ হতো। ভারত ও পাকিস্তানসহ এশিয়ার সেরা সাতটি দেশের খেলা ঢাকার দর্শকরা দেখতে পারতেন। এতে হকির জনপ্রিয়তা বাড়তো। বড় একটি টুর্নামেন্ট হাতছাড়া হওয়ায় আমরা হতাশ।’
এদিকে বিস্বস্ত সুত্র জানায়, মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফ্লাডলাইট ও পূর্ণাঙ্গ পাওয়ার স্টেশন স্থাপন করতে প্রয়োজন প্রায় ৫ কোটি টাকা। এই পরিমাণ অর্থ চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আবেদন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। স¤প্রতি অর্থ মন্ত্রণালয় ফ্লাডলাইট স্থাপনে এক কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ করেছিল। কিন্তু বাকি অর্থ না পাওয়ায় ফ্লাডলাইট স্থাপনের কাজ শুরু করা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স হকি ঢাকায় হচ্ছে না!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ