Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঊষার শীর্ষস্থান অক্ষুণ্ণ

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে ঊষা ক্রীড়া চক্র। জয়ের ধারায় রয়েছে তারা। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ঊষা ৫-২ গোলে হারায় সোনালী ব্যাংক এসআরসিকে।
ম্যাচের শুরু থেকে ঊষা গোলের জন্য মরিয়া থাকায় পাকিস্তানি পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আলিম বেলালের জোড়া গোলে প্রথমার্ধে ২-০ তে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে হাসান যুবায়ের নিলয় গোল করে ব্যবধান বাড়ান (৩-০)। ৫৭ মিনিটে রাব্বী সালেহীন রকির গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সোনালী ব্যাংক (১-৩)। কিন্তু ৬২ মিনিটে আবার আলীম বেলাল ও ৬৪ মিনিটে পুস্কর ক্ষীসা মিমো গোল করলে জয় নিশ্চত হয় ঊষার। ম্যাচের অন্তিম মুহূর্তে সোনালী ব্যাংকের ইহসানউল্লাহ খান গোল করলে ব্যবধান দাড়ায় ২-৫। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয়েই মাঠ ছাড়ে ঊষা। এই জয়ে দশ ম্যাচে নয় জয় এবং এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ফিরলো ঊষা। সমান ম্যাচে ২৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয়স্থানে নেমে আসলো আবাহনী লিমিটেড। একই টার্ফে দিনের প্রথম ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। তারা ২-২ গোলে ড্র করে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঊষার শীর্ষস্থান অক্ষুণ্ণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ