Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উরুগুয়ের সান্তনার জয়

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক ; অবশেষে ছন্দে ফিরেছে উরুগুয়ের ফুটবল। কিন্তু ততক্ষণে যে অনেক দেরি হয়ে গেছে। যা হবার তা তো হয়ে গেছে আগেই। গ্রæপ পর্বের প্রথম দুই ম্যাচে হেরে বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। গতকাল জ্যামাইকার বিপক্ষে তাদের জয়টা তাই সান্ত¦নার ছাড়া আর কিছুই নয়।
চোটের কারণে দুটি হারই বেঞ্চে বসে দেখেছেন দলের সবচেয়ে বড় তারকা লুইস সুয়ারেজ। দ্বিতীয় ম্যাচে বেঞ্চে বসে পরাজয়ের ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল তাকে। শেষ ম্যাচটা ছিল শুধুই আনুষ্ঠানিকতা। চোট কাটিয়ে উঠলেও গুরুত্বহীন এই ম্যাচে তাই মাঠেই নামেননি বার্সেলোনা তারকা। তারপরও প্রতিপক্ষ জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আসরের সফলতম দলটি। পাঁচ ম্যাচ পর কোপায় জয়ের দেখা পেল উরুগুয়ে। আর ‘সি’ গ্রæপে তাদের বিদায়সঙ্গি জ্যামাইকা শেষ ৬টি ম্যাচ হারল কোন গোল না করেই। গ্রæপের বাকি দুই দল মেক্সিকো ও ভেনিজুয়েলা প্রথম দুই ম্যাচ জিতে আগেই নিশ্চিত করেছিল কোয়ার্টার ফাইনাল। গতকাল তাদের লড়াইটা ছিল শুধুই গ্রæপ চ্যাম্পিয়ন নির্ধারনের। কিন্তু লড়াইয়ে জেতেনি কেউ-ই, ড্র হয়েছে ১-১ গোলে। তবে গোল ব্যবধানে এগিয়ে গ্রæপ সেরা মেক্সিকো।
উরুগুয়ের ব্যর্থতার দায় খেলোয়াড়দের তো আছেই এছাড়া সুয়ারেজের চোটও তাদের আত্ববিশ্বাসে চোট লাগিয়েছিল বেশ। ইউরোপ সেরা গোলদাতাকে না পাওয়ার হতাশা ও সুয়ারেজের অনুপস্থিতিতে যার উপর বর্তেছিল আক্রমনের দায়িত্ব সেই এডিনসন কাভানির ধারাবাহিক নিষ্প্রভতাই ছিল তাদের ব্যর্থতার অন্যতম কারন। এদিনও একাধীক গোলের সুযোগ হেলায় নষ্ট করেন পিএসজি তারকা। তবে স্যান্টা ক্লারায় দলের বাকি খেলোয়াড়দের দৃঢ়তায় সান্ত¦নার জয় তুলে নেয় আসরে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। ম্যাচের একবিংশ মিনিটে সুয়ারেজের পরিবর্তে দলে সুযোগ পাওয়া আবেল হার্নান্দেজ দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে গোলের জোর প্রচেষ্টা চালিয়েছিল জ্যামাইকা। কিন্তু গোল বারে ফার্নান্ডে মুসলেরা ছিলেন উরুগুয়ানদের আস্থার প্রতীক হয়ে। প্রথমার্ধে সহজ দুটি সুযোগ নষ্ট করা কাভানি পরেরার্ধে শট নেন বারপোস্টে। ৬৬তম মিনিটে আত্মঘাতী গোল হলেও তাতে ছিল হার্নান্দেজের অবদান। তার শট প্রতিহত করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন ভন ওয়াটসন। নির্ধারীত সময়ের ২ মিনিট আগে অস্কার তাবারেজের দলকে তৃতীয় গোল উপহার দেন মাতিয়াস করুহো। এমন জয়ের পরও নত বদনেই মাঠ ছাড়েন উরুগুয়ের খেলোয়াড়রা। ২০১১ সালের চ্যাম্পিয়নরা গেলবার বিদায় নিয়েছিল শেষ আট থেকে, এবার নিতে হল এক ধাপ আগে থেকেই।
গ্রæপের অপর ম্যাচের মাহাত্ম্য ছিল অন্যখানে। এখানে চ্যাম্পিয়ন হলেই ‘ডি’ গ্রæপের চ্যাম্পিয়নদের এড়ানো যাবে। সেখানে সম্ভব্য গ্রæপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এতক্ষণে হয়ত সেটা নিষ্পত্তিও হয়ে গেছে। আজ সকালেই বলিভিয়ার বিপক্ষে গ্রæপ পর্বের শেষ ম্যাচ লিওনেল মেসিদের। আর্জেন্টিনাকে এড়ানোর লক্ষ্যে হিউস্টনের এনআরজি ¯েটডিয়ামে শুরুতেই হেসে ভেলাসকেসের হেড থেকে করা গোলে এগিয়েই ছিল ভেনিজুয়েলা। কিন্তু শেষ বাঁশি বাজার দশ মিনিট আগে হেসুস করোনার সমতাসূচক গোলে ভাগ্য ফেরে মেক্সিকোর। শেষ আটে তাই ভেনিজুয়েলাকে মোকাবেলা করতে হতে পারে আর্জেন্টিনাকে। আর মেক্সিকোর সম্ভব্য প্রতিপক্ষ চিলি অথবা পানামা। আজ সকালে চিলি হেরে থাকলে ব্রাজিল আর উরুগুয়ের মত তাদেরও বিদায় নিতে হবে আসর থেকে।


এক নজরে ফল
উরুগুয়ে ৩-০ জ্যামাইকা মেক্সিকো ১-১ ভেনিজুয়েলা
গ্রæপ ‘সি’ পয়েন্ট তালিকা
দল ম্যাচ জয় ড্র হার গো/ব্য পয়েন্ট
মেক্সিকো ৩ ২ ১ ০ ৪ ৭
ভেনেজুয়েলা ৩ ২ ১ ০ ২ ৭
উরুগুয়ে ৩ ১ ০ ২ ০ ৩
জ্যামাইকা ৩ ০ ০ ৩ -৬ ০

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উরুগুয়ের সান্তনার জয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ