মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ৯/১১-এর হামলার পর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে অংশ নেয়া ঠিক হয়নি। এতে অংশ নিয়ে তাঁর দেশ মারাত্মক ভুল করেছে।
গতকাল সোমবার ইমরান খান এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিন্তনপ্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশন্সের (সিএফআর) একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। আজ মঙ্গলবার বার্তা সংস্থা পিটিআই এই তথ্য জানায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ইমরান খান এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে পাকিস্তানের তৎকালীন সরকারের অংশ নেওয়াটা ঠিক হয়নি বলে মনে করেন ইমরান খান। ওই সময় জেনারেল পারভেজ মোশাররফ ক্ষমতায় ছিলেন।
সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের অংশ হিসেবে ২০০১ সালে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার আগে যে তিনটি দেশ আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল, তার মধ্যে পাকিস্তান ছিল।
৯/১১-এর হামলার পর আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই অভিযানে সমর্থন দেয় পাকিস্তান।
এক প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, সোভিয়েত সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মার্কিন সহায়তায় পাকিস্তান এই গোষ্ঠীকে (তালেবান) সৃষ্টি করেছিল। আর ৯/১১-এর পর সেই একই গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে অংশ নেয় পাকিস্তান। এই সংঘাতে পাকিস্তানের নিরপেক্ষ থাকা উচিত ছিল বলে মনে করেন ইমরান।
ইমরান খান বলেন, সামরিক উপায়ে আফগান সংকটের সমাধান হবে না। এ জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের শান্তি আলোচনা শুরু করতে বলবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।