পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর স্টেশন রোডস্থ চৈতন্যগলি ২২ মহল্লা কমিটির জানাজা ভবন সংস্কার ও কবরস্থান সংলগ্ন ভবনে হেফজখানা ও এতিমখানার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সাবেক সিটি মেয়র এম মনজুর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনজুর আলম বলেন, নগরীর ২২ মহল্লাবাসীর কবরস্থানে নগরীতে বসবাসরত বিভিন্ন এলাকার মানুষকেও কবর দেয়া হয়। তাদের কবরে নিয়মিত সওয়াব পৌঁছানোর উদ্দেশে এখানে নির্মাণ করা হচ্ছে হেফজখানা ও এতিমখানা।
বাইশ মহল্লা কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুপ সর্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামেয়া সুন্নিয়ার প্রধান মুফতি আল্লামা মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, মাওলানা সৈয়দ মোহাম্মদ ইউনুছ রজবী, মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, ২২ মহল্লা কমিটির সহ-সভাপতি শওকত হোসাইন, যুগ্ম সম্পাদক মনজুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারেক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।