Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মায় ফের বাড়ছে পানি

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

 আবার পদ্মায় পানি বাড়ছে। গত কদিন ধরে পানি বাড়তে বাড়তে চলে এসেছে বিপদসীমার খানিকটা কাছাকাছি। রাজশাহীর কাছে পদ্মার বিপদসীমা ১৮দশমিক ৫০ মিটার। গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় উচ্চতা ছিল ১৭ দশমিক ৩৮ মিটার। সর্বশেষ ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মা বিপদসীমা অতিক্রম করেছিল। উচ্চতা দাড়িয়েছিল ১৮ দশমিক ৭০ মিটারে। তারপর কাছাকাছি এসে আর ছুঁতে পারেনি। তবে বরাবরই নদী তীরবর্তী মানুষের ভোগান্তি বাড়িয়েছে। এবারো ডুবতে শুরু করেছে পবা উপজেলার হরিপুর, হরিয়ান ইউনিয়নের চরাঞ্চল খোলাবনা, পুরাতন কসবা, বেলুয়ারচর, চরখিদিরপুর চরাখানপুরের নীচু এলাকা। শহর সংলগ্ন মধ্যচরও তলিয়ে গেছে। ভাঙ্গনে পড়েছে গোদাগাড়ি ও বাঘার চরাঞ্চলের মানুষ। এদিকে বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া দক্ষিনপাড়া এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে বেশকিছু ঘরবাড়ি জমি গাছপালা নদী গর্ভে চলে গেছে। ভাঙন রক্ষায় পানি উন্নয়ন বোর্ড বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ধ্বসে যাওয়া বাঁধ মেরামতের চেষ্টা করছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানি

২১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ