নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্বর্ণ জয়ের ধারা অব্যাহত রেখেছেন এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আরচ্যারিতে সোনাজয়ী তীরন্দাজ রুমান সানা। গতকাল টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শেষ হওয়া বাংলাদেশ কাপ আরচ্যারিতে রিকার্ভ এককে স্বর্ণপদক জেতেন তিনি। দু’দিন ব্যাপী টুর্নামেন্টে ঢাকা আর্মি আরচ্যারি ক্লাব চারটি স্বর্ণপদক জিতে তালিকার শীর্ষে। তিনটি স্বর্ণপদক জিতে দ্বিতীয় বাংলাদেশ আনসার এবং দু’টি সোনা জিতে তৃতীয়স্থান পায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। এছাড়া তীরন্দাজ সংসদ একটি স্বর্ণপদক জিতেছে। প্রতিযোগিতার রিকার্ভ পুরুষ এককে আনসারের রুমান সানা ৬-২ সেটে তীরন্দাজ সংসদের সাকিব মোল্লাকে হারিয়ে স্বর্ণ জিতেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মধুমতি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সফিউল আজম প্রধান। এ সময় মধুমতি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান খলিল, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এসএম ইমরান আলম, আরচ্যারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মো. মইনুল ইসলাম (অব.), সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দীন আহমেদ চপল এবং প্রতিযোগিতা ও মাঠ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক রশিদুজ্জামান সেরনিয়াবাত উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।