Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে হামলা হলে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে : জারিফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ৪:০৫ পিএম

ইরানের বিরুদ্ধে যেকোনো মার্কিন কিংবা সউদীর সামরিক হামলা সর্বাত্মক যুদ্ধ ডেকে নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।
সউদী আরবের তেল স্থাপনায় হামলার দায় ইরানের ওপর চাপিয়ে দেয়ার পর বৈরী রাষ্ট্রগুলোর প্রতি হুশিয়ারির ঢোল বাজিয়েই যাচ্ছেন তিনি।
শনিবারের ওই হামলার জবাব কীভাবে দেয়া যায় তা নিয়ে সউদী আরবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওই হামলাকে যুদ্ধের শামিল বলে আখ্যায়িত করেছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জারিফ বলেন, আমরা কোনো যুদ্ধ চাই না। কোনো ধরনের সামরিক লড়াইয়ে আমরা জড়াতে চাচ্ছি না। কিন্তু নিজেদের ভূখÐ সুরক্ষায় আমরা এক মুহূর্ত অপেক্ষা করব না।
যুক্তরাষ্ট্র কিংবা সউদী আরব ইরানে হামলা চালালে তার পরিণতি কী হবে জানতে চাইলে তিনি বলেন, সর্বাত্মক যুদ্ধ। এর আগে নিজের টুইটার পোস্টে ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রলুব্ধ করতে বি-টিম চেষ্টা চালাচ্ছে বলে তিনি দাবি করেন। এখানে বি-টিম বলতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সউদী সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানকে বোঝাচ্ছেন তিনি।
সউদী আরবে হামলার দায় প্রতিবেশী দেশ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা স্বীকার করলেও যুক্তরাষ্ট্রের দাবি ইরান থেকেই এ হামলা হয়েছে।
মার্কিট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অপরাধীদের শাস্তি দিতে তারা পুরোপুরি প্রস্তুত রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরানে হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ