নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ইকুয়েডরের বিপক্ষে হার এড়িয়েছিল ব্রাজিল। গ্রæপ পর্বের শেষ ম্যাচে এসেও সেই রেফারি বিতর্কই সঙ্গি ব্রাজিলের। কিন্তু এদিন আর ভাগ্যবিধাতা তাদের পক্ষে ছিলেন না। উল্টো পেরুর বিপক্ষে একমাত্র বিতর্কিত গোলে হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ১৯৮৭ সালের পর এই প্রথম কোপা আমেরিকার গ্রæপ পর্ব থেকে বিদায় নিলো আট বারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের বয়স তখন ৭৫ মিনিট। দুর্দান্ত এক আক্রমণে ডান দিক থেকে গোলমুখে অসাধারণ ক্রস দেন পেরুর খেলোয়াড় আন্দি পলো। ব্রাজিল গোলরক্ষক অ্যালিসনকে ফাঁকি দিয়ে বল পৌঁছে রাউল রুইদিয়াজের কাছে। পেরুর এই বদলি খেলোয়াড় বলের নাগাল পাচ্ছেন না দেখে ডান হাত দিয়ে বল ঠেলে দেন জালে। রিপ্লেতে ব্যাপারটা স্পষ্ট ধরা পড়লেও তাৎক্ষণিক চোখ এড়িয়ে যায় উরুগুয়ান রেফারি আন্দ্রেস কুনহার। এদিকে টেলিভিশন রিপ্লে দেখে সিদ্ধান্ত নেয়ারও সুযোগ নেই এবারের আসরে। কুনহা কানে বসানো হেডফোন ও সহকারী রেফারির সাথে প্রায় চার মিনিট ধরে আলোচনা করেও সঠিক সিদ্ধান্তে আসতে পারলেন না। ব্রাজিলিয়ান খেলোয়াড়দের তীব্র প্রতিবাদের মুখেও আগের সিদ্ধান্ত বহাল রাখেন কুনহা।
আগের ম্যাচে হাইতিকে ৪-০ গোলে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করে রেখেছিল ইকুয়েডর। ড্র করলেই গ্রæপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়ার হিসাব নিয়ে খেলতে নামে ব্রাজিল। ওদিকে আসরে টিকে থাকতে জিততেই হত পেরুকে। প্রথমার্ধে রক্ষণাত্মক কৌশল অবলম্বন করলেও বিরতির পর তাই তারাও আক্রমণাত্মক হয়ে ওঠে। খেলাও জমেছিল বেশ। কিন্তু বিতর্কিত গোলের হিসাব বাদ দিয়ে নিজেদের আক্রমণের ব্যর্থতার কথা কিভাবে অস্বীকার করবে ব্রাজিল? নেইমারের অবর্তমানে খুঁজে পাওয়া যায়নি গ্যাব্রিয়েল, লুকাস লিমা, উইলয়ানদের। হাল্কও শেষ সময়ে নেমে কিছুই করতে পারেননি। এর পরেই না রেফারির বাজে সিদ্ধান্ত! তারপরও ব্যাপারটা মোটেও মানতে পারছেন না দুঙ্গা, ‘আজ কি হয়েছে তা সবাই দেখেছে। কিন্তু সবাই যা দেখেছে সেটা তো বদলানোর ক্ষমতা আমাদের হাতে নেই।’ রেফারির দিকে আঙ্গুল তুলে তিনি আরো বলেন, ‘বুঝতে পারছি না চার মিনিট ধরে কথা বলার পরও রেফারি আর সহকারী বিষয়টা ধারতে পারলেন না কেন। যদি তা নাই হবে তাহলে চার মিনিট ধরে কথা বলার মানে কি?’ তার দাবি , ‘ব্রাজিল বিদায় নিয়েছে, কিন্তু এই বিদায় ফুটবল খেলে নয়।’
এদিক দিয়ে অবশ্য ঠিকই বলেছেন দুঙ্গা। আসরে ব্রাজিল তার নামের সাথে সদ্ব্যাবহার করেছে কেবল দুর্বল হাইতির বিপক্ষে (৭-১)। ইকুয়েডরের সাথে আসরের রেকর্ড ৫৩ বছর পর ড্র করে ব্রাজিল। সেদিন রেফারির একটি সিদ্ধান্ত তাদের পক্ষে যাওয়ার হারের হাত থেকে বেঁচেছিল সেলেসাওরা। গতকালও ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ব্রাজিলের বিপক্ষে নিশ্চিত একটি পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি। নইলে প্রথমার্ধেই পিছিয়ে পড়তে পারত দুঙ্গার দল। তাই বিতর্কিত গোল তো আছেই পাশাপাশি দলের ব্যর্থতারও অস্বীকার করার উপায় নেই। আর এজ্য তো দলের কোচ কার্লোস দুঙ্গাকে কাঠগড়ায় দাঁড়াতেই হয়। অর্থাৎ ব্যাপারটা এখন এমন দাঁড়িয়েছে, ব্রাজিল বিদায় নিয়েছে ঠিক আছে কিন্তু দুঙ্গার চাকরিটাও যে ফেলে গেছে হুমকির মুখে। দুঙ্গা অবশ্য এতে ভীত নয়, ‘আমি শুধু মৃত্যুকে ভয় পায়, চাকরি হারানোকে নয়।’
২০১০ সালের বিশ্বকাপে ব্যর্থতার পর দুঙ্গাকে ছাঁটাই করা হয়েছিল। গেল বিশ্বকাপে জার্মানির কাছে সেই লজ্জাজনক হারের (৭-১) পর আবারো ফিরিয়ে আনা হয় তাকে। লাতিন আমেরিকার ফুটবলের ঐতিহ্যের বিপরীতে শুরু থেকেই তার রক্ষণাত্মক কৌশলের সমালোচনা হয়েছে বারংবার। কিছুদিন আগে স্বয়ং ব্রাজিল কিংবদন্তি পেলেও দুঙ্গার প্রতি আস্থাহীনতার কথা জানান। আগের আসর থেকে দুঙ্গার দল বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে, এবার নিতে হল গ্রæপ পর্বেই। দুঙ্গার কাছে সান্ত¦না এখন একটাইÑ অলিম্পিকের প্রস্তুতিটা আরো ভালোভাবে নেয়া যাবে!
আসরের সফলতম দল উরুগুয়ের পর ব্রাজিলের বিদায়ে হয়তো কিছুটা রং হারাবে কোপার এই শতবর্ষী আসর। তবে সেই ফিকে হয়ে যাওয়াকে নতুনভাবে রং দিতে আর্জেন্টিনা আর লিওনেল মেসি তো আছেই। কাল সকালেই বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে শিরোপা প্রত্যাশিরা। একনজরে ফল
ব্রাজিল ০ : ১ পেরু
ইকুয়েডর ৪ : ০ হাইতি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।