Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তরুণদের তৈরি করার ব্রত হেলমটের

প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ ক্রিকেটের দু’সেনসেশনকে কাছে পেয়েছেন সিমন হেলমট। মেলবোর্ন রেনিগেডসের সহকারী কোচ হিসেবে সাকিবকে পেয়েছেন বিগ ব্যাশ টি-২০তে, আর সদ্য সমাপ্ত আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের সহকারী কোচ পেয়েছেন বিস্ময়কর প্রতিভা মুস্তাফিজুরকে। নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্বে ছিলেন যখন হাতুরুসিংহে, তখন থেকেই তার সঙ্গে চেনা-জানা তার। বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে ধারণা নিয়েই ৪৪ বছর বয়সী সিমন হেলমট হাই পারফরমেন্স ইউনিটের হেড কোচের দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটে ক্রিকেটারদের পাইপ লাইন তৈরির ব্রত নিয়েছেন তিনি। গতকাল হাই পারফরমেন্স ইউনিটের স্থানীয় কোচদের সঙ্গে আলোচনা শেষে মিডিয়াকে সেই অঙ্গীকারের কথাই বলেছেন সদ্য নিযুক্ত এই হেড কোচÑ ‘কোচ ও বিসিবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। আগামীতে বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট আসছে; যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি। তার কিছুদিন পরই বিশ্বকাপ। এছাড়া এ সময়ে বেশ কিছু সিরিজ হবে। সেজন্যই তরুণ ক্রিকেটারদের তৈরি করতে হবে। অভিজ্ঞ ক্রিকেটারদের সঠিক পথে নিয়ে আসতে হবে। এই দায়িত্বটাই আমাকে বেশি উৎসাহিত করছে।’
খÐকালীন হেড কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে গর্ব বোধ করছেন সিমন হেলমটÑ ‘হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ হিসেবে আমি যুক্ত হয়েছি। আমি খুবই ভাগ্যবান। গত ২ দশকে আমি ছোট ও বড় সব ধরনের দলগুলোকে নিয়ে কাজ করেছি। টি-টোয়েন্টি ফরম্যাটের দল মেলবোর্ন রেনেগেডউস ও হোবার্ট হ্যারিকেন্সের সঙ্গে কাজ করেছি।’
এইচপি প্রোগ্রামে ক্রিকেটারদের স্কিল, ডিসিপ্লিন নিয়ে কাজকে দিচ্ছেন গুরুত্বÑ ‘এখন পর্যন্ত যা পেয়েছি তারা দেশের সেরা পেসার, সেরা স্পিনার, সেরা ব্যাটসম্যান, সেরা উইকেট রক্ষক। অবশ্যই তারা সেরা ফিল্ডার এবং ম্যাচের জন্য ফিট। দেশের জন্য ক্রিকেট খেলছে বলে বিশ্বাস করেন যারা, তাদের সঙ্গে কাজ করতে পারব।’
মাত্র ২৫ বছর বয়সেই কোচিংয়ে নাম লিখিয়ে ভিক্টোরিয়া বুশরেঞ্জার্সকে তিনবার ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্টের ফাইনালে তুলেছেন, শিরোপায় হাত দিয়েছেন একবার। বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনিগেডসের সহকারী কোচের দায়িত্বে আছেন টানা ৪ বছর। বর্তমানে সহকারী কোচ হোবার্ট হারিকেন্স দলে। আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদে টম মুডির সিমন হেলমট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধান কোচও। কোচিং ক্যারিয়ার যার এতোটা বৈচিত্রপূর্ণ, তার জন্য নুতন পরিবেশে কাজ করা তেমন কঠিন চ্যালেঞ্জই নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তরুণদের তৈরি করার ব্রত হেলমটের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ