Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষিদ্ধের খড়গ ঝুলছে ইংল্যান্ড, রাশিয়ার

প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ফুটবলের সমর্থকরা একটু বেশিই আবেগপ্রবণ হয়ে থাকে এ খেলাটিকে নিয়ে। অনেক সময় মাঠে এ খেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সংঘর্ষের ঘটনাও ঘটতে দেখা গিয়েছে। এবারের ইউরো ফুটবলের আসরে ইংল্যান্ড এবং রাশিয়ার ম্যাচকে কেন্দ্র করে মার্শেই শহরে পুলিশ এবং সমর্থকদের মধ্যে সংঘর্ষে হাতাহতের ঘটনাও ঘটেছে। আর তারই পরিপ্রেক্ষিতে চলতি ইউরো ফুটবল আসরে ম্যাচ চলাকালীন মাঠের ভেতর ও তার আশপাশে অ্যালকোহল নিষিদ্ধের জন্য আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেছে ফ্রান্স সরকার। গত শনিবার ইংল্যান্ড এবং রাশিয়ার মধ্যকার ম্যাচে দু’দেশের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ার কারণ অনুসন্ধানে নেমেছে আয়োজক কমিটি। রুশদের পক্ষ থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটেছে তাও খতিয়ে দেখা হবে। এরপর আর কোনো ম্যাচে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে দু’দলকেই নিষিদ্ধ করার হুমকি দিয়েছে উয়েফা কমিটি।
এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে ফ্রান্স সরকার ম্যাচ চলাকালীন মাঠের ভেতর ও তার আশপাশে অ্যালকোহল নিষিদ্ধ করার আইন প্রণয়ন করতে চাইছে। এইআইন কার্যকর করা হলে ম্যাচ ভেন্যুতে কোনো রকমের অ্যালকোহল জাতীয় পানীয় পান কিংবা বহন করা যাবে না। এমনকি ওই এলাকার কোনো দোকান কিংবা রেস্টুরেন্টেও অ্যালকোহল বিক্রি করা যাবে না। এ সম্পর্কে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড চেজনেউভ বলেন, ‘ফুটবল মাঠে অপ্রীতিকর ঘটনা এড়াতে আয়োজকদের সব ধরনের পরিস্থিতি খতিয়ে দেখার আহŸান জানাচ্ছি। কেননা মার্শেই শহরের সংঘর্ষের ঘটনাটিও অনাকাক্সিক্ষত ছিল।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিষিদ্ধের খড়গ ঝুলছে ইংল্যান্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ