Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চোট বিশ্রাম দিলো ওয়ার্নারকে

প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা ম্যাচে বড় একটা ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। চোটের জন্য ছন্দে থাকা বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে হারিয়েছে তারা। গত শনিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে এবি ডি ভিলিয়ার্সদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৩৬ রানের জয়ে শতক করেন ওয়ার্নার। পরে ব্যাকওয়ার্ড পয়েন্টে একটি ক্যাচ তালুবন্দি করার চেষ্টা করার সময় বাঁ হাতের তর্জনীতে চোট পান তিনি। অস্ট্রেলিয়া দলের চিকিৎসক জিওফ্রি ভেরাল জানান, এক্স-রেতে ওয়ার্নারের তজর্নীতে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচার প্রয়োজন না হলে তার সেরে উঠতে দুই থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।
আগামী মাসে শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের আগে ওয়ার্নারকে সম্পূর্ণ ‘ফিট’ দেখতে চান স্টিভেন স্মিথ, ‘জীবনের সেরা ছন্দে আছে সে, সুন্দর ব্যাট করছে। তাকে হারানো আমাদের জন্য বড় ক্ষতি হবে। তবে প্রথম টেস্ট শুরু হতে এখনও ছয় সপ্তাহ সময় আছে।’ তবে তজর্নীর এই চোটকে বিশ্রাম নেয়ার সুযোগ হিসেবে দেখছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ান গ্রীষ্মের পর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফর, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএল মিলিয়ে টানা খেলার মধ্যে ছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চোট বিশ্রাম দিলো ওয়ার্নারকে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ