নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া হকির মর্যাদাপূর্ণ আসর গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। অন্য ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাবের সাথে ড্র করেছে অ্যাজাক্স এসসি।
গতকাল বিকালে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে আবাহনী ৮-২ গোলে হারায় সাধারণ বীমাকে। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে লড়ে আবাহনী। তারা একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তুলে সাধারণ বীমার রক্ষণদুর্গকে। ফলে ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় আকাশী-হলুদরা। এসময় সাফকাত রাসুল গোল করে দলকে এগিয়ে নেন। এরপর তিনি ২১, ৬২ ও ৬৪ মিনিটে আরো তিনটি গোল করেন। ম্যাচের ১২ ও ১৩ মিনিটে মাকসুদ আলম হাবুল দু’টি এবং ১৭ মিনিটে মোঃ ইরফান ও ৩৩ মিনিটে শাকিল আব্বাসী একটি করে গোল করেন। ৫১ ও ৫৬ মিনিটে সাধারণ বীমার হয়ে দু’টি গোল শোধ দেন ফারহান আলী ও ফয়সাল হোসেন। একই টার্ফে দিনের প্রথম ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাব ৫-৫ গোলে ড্র করে অ্যাজাক্স এসসি’র বিপক্ষে। আজাদের পক্ষে ৭, ১০ ও ৩০ মিনিটে পরিমল তিনটি এবং ৫৩ ও ৫৫ মিনিটে দেবাশীষ দু’টি গোল করেন। অ্যাজাক্সের হয়ে ম্যাচের ২৬, ৪১ ও ৪৬ মিনিটে রাহাত সারোয়ার তিনটি এবং ১৫ মিনিটে আব্দুর রহমান ও ৩৪ মিনিটে অধিনায়ক ইমতিয়াজ আহমেদ একটি করে গোল করেন।
সোহেলীর হ্যাটট্রিকে রানার্স-আপ খেলাঘর
স্পোর্টস রিপোর্টার : প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগের এবারের চ্যাম্পিয়ন রুপালি ব্যাংক। এটা নির্ধারণ হয়েছিল একদিন আগেই। গতকাল নির্ধারণ হল রানার্স-আপ দল। বিকেএসপির ৪ নম্বর মাঠে আবাহনীকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বর স্থান নিশ্চিত করে খেলাঘর এসকেএস। জাহানারা আলমের দলকে মাত্র ৭০ রানে গুটিয়ে দেয়ার পথে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন সোহেলী আক্তার। জবাবে রিতু মনির দল লক্ষ্যে পৌঁছে ৩ উইকেট হারিয়ে।
পয়েন্ট তালিকায় আবাহনীর অবস্থান চার নম্বরে। তিনে আছে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল খেলে সুপার লিগে। সুপার লিগের বাকি তিন দল ছিলো যথাক্রমে বিকেএসপি, গুলশান ইয়ুথ ক্লাব ও ইন্দিরা রোড কেসি। জয়শূন্য থেকেই আসর শেষ করেছে ইন্দিরা। ৯ ম্যাচে ৭টি জয় এবং একটি করে ড্র ও হার নিয়ে ১৫ পয়েন্ট পেয়ে শিরোপা নিশ্চিত করে রুপালি ব্যাংক। সমান ম্যাচে সমান ৬টি করে জয় খেলাঘর ও মোহামেডানের। রুপালি ব্যাংকের সাথে একটি ম্যাচ ড্র করেছিল খেলাঘর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।