Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ সময়ের গোলে জিতল স্পেন

প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

পুরোটা সময় দাপট দেখিয়েও নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে ইনিয়েস্তার দলের জন্য যা ছিল চরম হতাশার। কিন্তু সব শঙ্কা দূর করে চেক রিপাবলিকের রক্ষণ ভেঙে স্প্যানিশদেও মুখে হাসি ফোঁটান জেরার্ড পিকে। নীর্ধারিত সময়ের মাত্র তিন মিনিট আগে আদ্রেস ইনিয়েস্তার ক্রস থেকে হেডের মাধ্যমে জয় নিশ্চিত করেন বার্সেলোনা ডিফেন্ডার। এর আগে চেক রিপাবলিকের গোলরক্ষককে পরীক্ষায় ফেলেন আলভারো মোরাতা, জর্ডি আলবা ও ডেভিড সিলভারা। ফেব্রিগাসের হেড একবার গোল-লাইন থেকেও ফেরত পাঠানো হয়। ৭৪ শতাংশ বলের দখল রেখে ৩৭৮টি পাস সম্পন্ন করেও একটি গোলের জন্য শেষ পর্যন্ত আপেক্ষা করতে হয় স্প্যানিশদের। নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ফিফা র‌্যাংকিংয়ের ১৩৭ নম্বর দলের কাছে হারের পর এই জয় নিশ্চয় আত্মবিশ্বাস বাড়াবে ভিসেন্তে দেল বস্কের দলকে।
সেন্ট ইতিয়েনে আজ নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। এর আগে বোর্ডেক্সের মাঠে মুখোমুখী হবে অস্ট্রিয়া ও হাঙ্গেরি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেষ সময়ের গোলে জিতল স্পেন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ