Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরও ১৫টি নার্সিং কলেজ প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১:৩৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাতটি নার্সিং ইন্সটিটিউটকে কলেজে উন্নীত করে সেখানে বিএসসি কোর্স চালু করা হয়েছে। আরো ১৫টি কলেজ প্রতিষ্ঠা করার পরিকল্পনা আমাদের রয়েছে। এরসঙ্গে সাতটি বিভাগীয় শহরে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার চেষ্টা করছি।

আজ বুধবার গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, 'আমরা যখন প্রথম সরকার গঠন করি তখন থেকেই দেশের স্বাস্থ্য সেবার প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছি। এজন্য ১৯৯৬ সালে ক্ষমতায় এসেই প্রান্তিক জনগোষ্ঠির মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমরা কমিউনিটি হাসপাতাল প্রতিষ্ঠা করি। সাতটি নার্সিং ইন্সটিটিউটকে কলেজে উন্নীত করে সেখানে বিএসসি কোর্স চালু করি। আরো ১৫টি কলেজ প্রতিষ্ঠা করার পরিকল্পনা আমাদের রয়েছে। এরসঙ্গে সাতটি বিভাগীয় শহরে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার চেষ্টা করছি।'

শেখ হাসিনা বলেন, 'নার্সিং হলো সবচেয়ে সম্মান জনক পেশা। একজন মানুষকে সেবা করার মাধ্যমে সুন্দর জীবনে ফিরিয়ে আনার মতো আনন্দ আর কি হতে পারে? এই মহৎ পেশায় যুক্ত হতে মানুষ যেন আগ্রহবোধ করে এজন্য আমাদের সরকার নার্সদের মর্যাদা বৃদ্ধি করেছে।'

তিনি বলেন, '১৯৯৬ সালে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করার পর ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে এই সেবা বন্ধ করে দেয়। এর যুক্তি হিসেবে তারা বলে, কমিউনিটি ক্লিনিকে মানুষ সেবা নিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে দিবে। অথচ প্রতি ছয় হাজার মানুষের জন্য চালু করা এই স্বাস্থ্যসেবা কার্যক্রমটি খুব দরকারি। এখানে দরিদ্র মানুষেরা সহজেই সেবা পেয়ে থাকে। সবচেয়ে বেশি উপকৃত হয় প্রসূতি নারী ও শিশুরা।



 

Show all comments
  • ash ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫৪ পিএম says : 0
    CHIKITSHAR MAN JODI WNNOTO NA HOY ATO MADICAL KOLLAGE POTISHTHA KORE LAV KI HOBE?? ATO NURSIING COLLEAGE KORE LAV KI?? WRLD ER POROTITA DESH E NEPAL, INDIA, PHILIPPINE ER NURSE E VORE GASE, KINTU BANGLADESH ER NURSE R CHANCE PAY NA, TAR KARON SHIKHAR MAN R ENGLISH ! DESHER MANUSH ER KISU HOLE E INDIA , THAILAND, SINGAPURE E JAY CHIKITSHA KORATE, KARON DESH CHIKITHSHAR MAN KHUB E LOW EVEN AMADER PM , PRESIDENT O PAN DIE CHUN KHOSHLEI LONDON DOWRAY ! AMR TO MONE HOY DESHER SHOB HOSPITAL KE BONSHO KORE DIE KOTO GULO AIR AMULENCE RAKLE SHETA BHALO HOY, KEW OSHUSHTHO HOLE E FLY KORE KUDUM DESH VAROT , THAILAND, SINGAPUR , AMADER PM, PRESIDENTER MOTO LONDON O JAWA JABE
    Total Reply(0) Reply
  • কামরুল ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ২:৩৬ পিএম says : 0
    আপনার পরিবারের যাদের নামে এখনো কোনো স্থাপনার নাম রাখা হয়নি,তাদের নামে কলেজের নাম রাখুন.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ