নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
হারিয়ে যাচ্ছে দেশের লোকজ খেলাধূলা। গ্রাম-গঞ্জের মাঠে কেউ আর এই খেলা নিয়ে মেতে উঠে না। তবে কিছু প্রতিষ্ঠান লোকজ খেলাগুলোকে ফের জাগিয়ে তোলার চেষ্টা করছে। তার মধ্যে অন্যতম বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন। লোকজ খেলার প্রতি কিশোর কিশোরীদের আগ্রহ তৈরী করতে ১৬ সেপ্টেম্বর সোমবার জাপানের নাভা টিভি ও বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশের লোকজ খেলাধুলার উপর প্রামাণ্যচিত্র ভিডিও ধারন করা হয়। ঢাকা কমার্স কলেজের খেলার মাঠে কলেজের শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে মোরগ লড়াই, বলিখেলা, হা-ডু-ডু, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, বৌ-চি ও সাতচারা খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শফিকুর রহমান, উপাধ্যক্ষদ্বয় প্রফেসর শফিকুল ইসলাম ও প্রফেসর ড. আবু মাসুদ এবং ক্রীড়া কমিটির আহ্বায়ক প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাধুলার প্রামাণ্যচিত্র তৈরী করে বিভিন্ন ভাষায় প্রচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে দেশের ঐতিহ্যবাহী খেলাগুলো বহিঃবিশ্বে পরিচিতি পেতে সুবিধা হবে বলেই মনে করেন কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।