Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্রাইয়ে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদন্ড

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৪৭ পিএম

নওগাঁর আত্রাইয়ে মাদক সেবনের দায়ে দুই মাদকসেবীকে ২মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা করে জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছানাউল ইসলাম তাদের এই কারাদন্ড ও জরিমানা প্রদান করেন।
কারাদন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার মালিপুকুর গ্রামের আশাদুল ইসলামের ছেলে আব্দুল মতিন (১৯) ও একই গ্রামের কালাম সরদারের ছেলে রাকিব (২০)।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছানাউল ইসলাম জানান, আব্দুল মতিন ও রাকিবকে মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ