মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইউরোপে যেতে অবৈধভাবে সাগর পাড়ি দিচ্ছে বহু শরণার্থী। আর প্রতিদিন এভাবে সাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারাচ্ছে শত শত শরণার্থী। সম্প্রতি ইতালীয় উপকূলরক্ষীদের প্রায় ২০টি অভিযানে আড়াই হাজারের বেশি শরণার্থীকে সিসিলি উপকূল থেকে উদ্ধার করা হয়েছে। গত রোববার ইতালীয় উপকূলরক্ষীরা এ বিষয়টি নিশ্চিত করেছে। ইতালীয় নৌবাহিনীর জাহাজে করে উপকূলরক্ষীরা উদ্ধার অভিযানে অংশ নেয়। তাদের সঙ্গে স্বেচ্ছাসেবক এবং চিকিৎসকরাও ছিল। চিকিৎসকরা জানিয়েছেন, তারা শরণার্থীদের নৌকা থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ১ হাজার ৩৪৮ শরণার্থী এবং গত রোববার ১ হাজার ২৩০ শরণার্থী সাগর পথে ইউরোপের উদ্দেশে রওনা করে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, এ বছর প্রায় ৪৮ হাজার শরণার্থী লিবীয় উপকূল পাড়ি দেয়ার চেষ্টা করে। পরে তাদের ইতালীয় উপকূলে নিয়ে আসা হয়। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।