Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

হিলারিকে সমর্থন দেয়ায় ওবামার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ

প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

অরল্যান্ডো হত্যা : নিজেকে অভিনন্দন জানালেন ট্রাম্প
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর সমকামী নাইটক্লাবে এক মুসলিম তরুণের গুলিতে অর্ধশত মার্কিনি নিহত হওয়ার পর নিজেকে অভিনন্দন জানালেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহতম ওই হামলায় আরো অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। স্বভাবতই প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে মার্কিন রাজনীতিকরা ওই হামলায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে ব্যতিক্রমী এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের কথা বলে সমালোচিত ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, চরমপন্থী ইসলামী সন্ত্রাসবাদ সঠিকভাবে বুঝতে পারার জন্য (নিজেকে) অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন চাই না। আমি চাই কঠোরতা ও নজরদারি। আমাদের চতুর হতে হবে। হামলায় অভিযুক্ত ওমর মতিন সম্পর্কে নিকটজনেরা বলছেন, তিনি ততটা ধর্মপরায়ণ ছিলেন না। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে ট্রাম্প লিখেছেন, প্রেসিডেন্ট ওবামা কী এখনো চরমপন্থী ইসলামী সন্ত্রাসবাদ কথাটি বলবেন না? সেটা না করলে তার অবিলম্বে লজ্জাজনকভাবে পদত্যাগ করা উচিত। প্রেসিডেন্ট ওবামা গত রোববারের ওই হামলাকে সন্ত্রাসবাদী কাজ এবং বিদ্বেষপ্রসূত কাজ বলে মন্তব্য করেছেন। ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনও একে সন্ত্রাসবাদী এবং বিদ্বেষপ্রসূত কাজ বলে মন্তব্য করেছেন। তবে তারা কেউই ইসলামী সন্ত্রাসবাদী শব্দটি ব্যবহার করেননি। হিলারি ক্লিনটনকে সমর্থন করায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কড়া সমালোচনা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভার্জিনিয়ার এক প্রচারসভায় তিনি বলেন, এটা একটা হাস্যকর পরিস্থিতি। কারণ, যার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকা-ের তদন্ত চলছে, এখন দেখি তাকেই সমর্থন করছেন আমার দেশের প্রেসিডেন্ট! আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন নিশ্চিত করার পর সম্প্রতি হিলারিকে অভিনন্দন জানান ওবামা। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তার চেয়ে যোগ্য প্রার্থী আগে কেউ আসেনি বলেও মন্তব্য করেন তিনি। তারপর থেকেই ওবামা ও হিলারির বিরুদ্ধে বক্তব্য দিতে শুরু করেছেন ট্রাম্প। এ নিয়ে একাধিক টুইট পোস্ট করার পর এবার তিনি মাঠে নেমেও সমর্থকদের উত্তেজিত করতে চাইছেন বলে জানিয়েছেন মার্কিন কূটনীতিকদের একাংশ। সেই কারণেই ট্রাম্প নতুন করে পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারির ব্যক্তিগত ই-মেল সার্ভার ব্যবহারের প্রসঙ্গ তুলছেন। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বনাম হিলারিকেই দুই শিবিরের প্রার্থী ধরে নিয়ে জোর আলোচনা চলছে যুক্তরাষ্ট্র জুড়ে। সম্প্রতি এক নির্বাচনী সমীক্ষায় দেখা গেছে, ট্রাম্পের চাইতে ১১ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন হিলারি। ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে ৩৪.৮ শতাংশ। তবে মার্কিন ভোটারদের ১৯.২ ভাগই এই দু’জনের একজনকেও হোয়াইট হাউসে দেখতে চান না। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে শিগগিরই। বাকি মাত্র দু’সপ্তাহ। চলতি মাসের তৃতীয় ও শেষ সপ্তাহে দেশটির প্রধান দুটি রাজনৈতিক দলের জাতীয় সম্মেলনে চূড়ান্ত হচ্ছে প্রার্থিতা মনোনয়ন। এ প্রক্রিয়ায় দৃশ্যত এগিয়ে আছেন ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাষ্ট্রপ্রধানের এ পদে ভোট হবে আগামী ৮ নভেম্বর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি হবে ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচন। ইলেকটোরাল পদ্ধতির এ ভোটে নির্বাচিত হবেন দেশটির ৪৫তম প্রেসিডেন্ট, যিনি আগামী ২০ জানুয়ারি দু’বারের প্রেসিডেন্ট বারাক ওবামার স্থলাভিষিক্ত হবেন। প্রার্থিতা চূড়ান্ত হবে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে। ডেমোক্র্যাট দলের ৪ দিনের জাতীয় এ সম্মেলন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই ফিলাডেলফিয়া সিটির ওয়েলস ফারগো সেন্টারে। চলবে ২৮ জুলাই পর্যন্ত। অন্যদিকে রিপাবলিকান দলের জাতীয় ৪ দিনব্যাপী সম্মেলন ১৮ জুলাই। ওহাইওর ক্লিভল্যান্ড সিটির কুইকেন্স লোন্স এরিনায় অনুষ্ঠেয় এ সম্মেলন চলবে ২১ জুলাই পর্যন্ত । রয়টার্স, আরটিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিলারিকে সমর্থন দেয়ায় ওবামার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ