Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাশের কক্ষে স্বামী পুড়ে ছাই, টিভিতে মগ্ন স্ত্রী!

প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : একই ফ্ল্যাটে পাশাপাশি দুটি কক্ষ। তার একটায় স্বামী জ্বলছেন, আরকটিতে স্ত্রী বসে টিভি দেখছেন! টিভিতে তিনি নাকি এতটাই বুঁদ হয়েছিলেন যে মরণাপন্ন স্বামীর আর্তনাদও কানে পৌঁছয়নি স্ত্রীর! পুরো ঘটনার বিবরণ জানাতে গিয়ে পুলিশের কাছে এটাই স্ত্রীর স্বীকারোক্তি। গত শুক্রবার ভারতের কলকাতার মানিকতলায় ঘটনাটি ঘটে। গত শনিবার সকালে ওই ফ্ল্যাটের দুটি কক্ষ থেকে দুজনকে উদ্ধার করে পুলিশ। স্ত্রী সুতপা বরাত তখন অবশ্য বসার কক্ষে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। আর তার স্বামী রনজিৎ বরাতের দগ্ধ দেহ উদ্ধার হয় পাশের একটি কক্ষ থেকে। স্থানীয়রা জানিয়েছেন, সুতপাদেবীর সঙ্গে রনজিৎবাবুর সম্পর্ক কোনো দিনই ভালো ছিল না। তারা রোজ রাতে মদ্যপ অবস্থায় ঝগড়া করতেন। একে অপরকে গালাগাল করতেন। পাড়ার কেউ আপত্তি জানাতে এলেও জুটত কুকথা। তবে ওই রাতে এমন কোনো ঘটনা ঘটেছিল কি না তা তারা বলতে পারেননি। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তাদের ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। দরজা ধাক্কা দিয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া পাওয়া যায়নি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাশের কক্ষে স্বামী পুড়ে ছাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ