মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অর্থাভাবে নিজের শহর বিক্রি করে দিতে চাইছেন ইতালির এক মেয়র। চীনা ক্রেতাকে আকৃষ্ট করতে তিনি সম্প্রতি ফেসবুকে বিক্রির নোটিস পোস্ট করেছেন। ইতালির দক্ষিণের শহর সান সসিও বারোনিয়ার মেয়র হিসেবে সাত বছর ধরে দায়িত্ব পালন করছেন ফ্রাঁসো গারাফলো। শহরের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য মিউনিসিপ্যাল কর্তৃপক্ষের কাছে কোনো অর্থ সঞ্চিত নেই বলে জানিয়েছেন। ফেসবুকে পেজে পোস্ট করা ওই নোটিসে মেয়র বলেন, শহরের মালিকানা নিতে একজন ধনী চীনা ব্যবসায়ীকে চাচ্ছি।’ ইন্টার ও মিলানের মতো ফুটবল ক্লাবগুলো বছরে যে পরিমাণ অর্থ ব্যয় করে, শহরটির দাম তারচেয়ে কিছুটা কম হবে বলেও ইঙ্গিত দিয়েছেন মেয়র। শহরটি কিনলে বিনিয়োগকারী লাভবান হবেন উল্লেখ করে মেয়র বলেন, এখানকার পরিবেশ অনেক ভালো এবং পর্যটন সম্ভাবনাময়। শহরের নতুন মালিক চাইলে সানন্দে তার চাকরি করতেও রাজি আছেন বলেও জানান গারাফলো। মেয়র অবশ্য জানিয়েছেন, তিনি শহরের জমি বিক্রি করবেন না। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।