মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকার দেশ ডি আর কঙ্গোতে শতাধিক যাত্রী নিয়ে নদীতে তলিয়ে গেছে এক নৌকা। এই ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ৩৪ জন নদীতে ডুবে গেছেন। তারা আর বেঁচে নেই বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে ৭৬ জন অরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কঙ্গোর নদী ও হৃদগুলোতে যাত্রী ও মালামাল পরিবহনের কাজে কাঠের তৈরি ছইবিহীন এক ধরনের দেশীয় নৌকা ব্যবহার করা হয়ে থাকে। রোববার কঙ্গো নামের নদীতে এরকমই একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। এতে এখনও নিখোঁজ রয়েছেন এর ৩৪ জন যাত্রী। কর্তৃপক্ষের আশঙ্কা, তারা আর বেঁচে নেই।
তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে বিবিসি বলছে, ডিআর কঙ্গোর জলপথে নৌ দুর্ঘটনা অতি সাধারণ বিষয়। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন এবং অনিরাপদ নৌযানের কারণে সেখানে এত বেশি নৌ দুর্ঘটনা হয়ে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।