মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনের বাণিজ্য কেন্দ্র ই ওয়াং শহর থেকে ইরানের উদ্দেশে রওয়ানা দিয়েছে প্রথম মালবাহী ট্রেন। নতুন সিল্ক রোড দিয়ে চীনের জিনজিয়াং প্রদেশ থেকে কাজাখস্তান ও তুর্কমেনিস্তান হয়ে ট্রেনটি ইরানের রাজধানী তেহরানে পৌঁছবে। আশা করা হচ্ছে ১৪ দিনে ট্রেনটি ১০,৩৯৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানে আসবে। মধ্যপ্রাচ্যের সঙ্গে রেলপথে চীনের এটিই হবে পণ্য পরিবহনের প্রথম ট্রেন। চীন দীর্ঘদিন ধরে নতুন সিল্ক রোডের মাধ্যমে যোগাযোগের যে উচ্চাকাক্সক্ষা পোষণ করে আসছিল শেষ পর্যন্ত তা বাস্তবতার মুখ দেখছে। এরইমধ্যে ই ওয়াং শহরের সঙ্গে রেলপথে জার্মানির ডুইসবার্গ ও স্পেনের রাজধানী মাদ্রিদ যুক্ত হয়েছে। ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন সিল্ক রোড ইকনোমিক বেল্ট এবং ২১তম সমুদ্র সিল্ক রোড উদ্বোধন করেন যাতে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের সঙ্গে শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার ব্যবস্থা হয়। এর অংশ হিসেবে মহাসড়ক, রেলপথ ও বিমানবন্দর নির্মাণ করা হবে। এ প্রকল্পসহ এশিয়ায় যোগাযোগের অবকাঠামো গড়ে তোলার জন্য চীন এরইমধ্যে ১৪,০০০ কোটি ডলারের তহবিল গঠন করেছে। মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় ইরানের অবস্থান এবং এ দেশের সঙ্গে ১৫টি দেশের স্থল ও জলসীমা রয়েছে। চীন মনে করে, নতুন সিল্ক রোড প্রকল্পে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ার সঙ্গে চীনের যোগাযোগ স্থাপন করিয়ে দিতে পারে। আগামী ছয় বছরে ইরান নতুন সিল্ক রোডে ৬০০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।