Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হিলারির কিছু ইমেইল অতি গোপনীয়

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটনের ইমেইল অ্যাকাউন্টের কিছু বার্তাকে অতি গোপনীয় বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি। তিনি বলেন, পাঠানোর সময় ওই নথিগুলোকে (ইমেইল) শ্রেণিবদ্ধ (ক্লাসিফায়েড) মনে করা হয়নি। খবরে বলা হয়, কিরবির ওই বিবৃতির মধ্য দিয়ে প্রথমবারের মতো হিলারির ইমেইলগুলোকে শ্রেণিবদ্ধ আখ্যা দেয়া হলো। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে নিউইয়র্কের বাসায় বসে ব্যক্তিগত সার্ভার থেকে ইমেইল আদান-প্রদান করেছিলেন হিলারি। দীর্ঘ সময় ধরে আদান-প্রদান করা ইমেইলগুলোতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক বিষয়েরও উল্লেখ ছিল। এ পর্যন্ত ৭ হাজার পৃষ্ঠা বেশি ইমেইল প্রকাশের উদ্যোগ নিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। এগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। এর মধ্যে ৩৭ পৃষ্ঠা ইমেইল প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ডিপার্টমেন্ট। বিবিসি, এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিলারির কিছু ইমেইল অতি গোপনীয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ