বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাট-বগী আঞ্চলিক মহাসড়কের মধ্য বর্তী মোরেলগঞ্জের পানগুছি নদী পারাপারের ফেরিটি দু’দিন বন্ধ থাকার পর আজ রবিবার সকাল থেকে আবার চলাচল শরু করেছে। ঘাটের পল্টুন মেরামতের জন্য গত শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল বাগেরহাট-বগী আঞ্চলিক মহাসড়কের মধ্যবর্তী স্থানের এই ফেরিটি।
ঘাটের পল্টুন মেরামতের কাজ শেষ হওয়ায় শনিবার ভোর থেকে আজ সকাল পর্যন্ত মোরেলগঞ্জ শরণখোলা থেকে ৪০টি পরিবহন ঢাকা, চিটাগং, খুলনা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলা শহরের উদ্দেশে ছেড়ে গেছে।
সড়ক ও জনপথ বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মো: আনিসুজ্জামান মাসুদ বলেন, ‘সংশ্লিষ্ট সকলকে ফেরি বন্ধ থাকার বিষয়ে নোটিস দিয়ে ও মাইকিং করে জানানো হয়েছিল। গত দু’দিন ফেরির পল্টুনের মেরামত কাজ শেষে আজ সকাল থেকে আগের মত ফেরি চলাচল শুরু করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।