Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জান্নাতুল বাকিতে ধর্ম প্রতিমন্ত্রীর সূরা ফাতেহা পাঠ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

গতকাল শনিবার বাদ ফজর মদিনায় মসজিদে নববী সংলগ্ন জান্নাতুলবাকি নামে পরিচিত কবরস্থানে ফাতেহা পাঠ, কবরবাসীদের রূহের মাগফেরাত এবং মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার এসব তথ্য জানিয়েছেন।

জান্নাতুল বাকি কবরস্থানে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর পরিবারের সদস্যসহ প্রায় ১০ হাজার সাহাবী চিরনিদ্রায় শায়িত রয়েছেন। এবার বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া ১১৭ জন হাজী সউদী আরবে নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
তাঁদের মধ্যে ১২ জনের লাশ জান্নাতুল-বাকি কবরস্থানে দাফন করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ