Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্র হাতে নেওয়ার সময় হয়েছে : ইমরান খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৩৫ পিএম

পাক অধিকৃত কাশ্মীরে জিহাদের ডাক দিলেন ইমরান খান। উপত্যকাটির মুজফফরাবাদের একটি সভায় তিনি বলেছেন, ‘বন্দুক হাতে তুলে নেওয়ার সময় চলে এসেছে।’ ভারতীয় গণমাধ্যমগুলো ফলাও করে পাক প্রধানমন্ত্রী ইমরানের এই খবর প্রচার করেছে।

গতকাল শুক্রবার মুজফফরাবাদের ওই সভায় ইমরান বলেছেন, ‘কাশ্মীরকে মানবিকতা দিয়ে দেখতে হবে। মোদীকে বলতে চাই, কাপুরুষই এমন কাজ করতে পারে। ৪০ দিন ধরে থমকে রয়েছে কাশ্মীর। মানবিকতা থাকলে এমনটা করতে পারতেন না।’

সভায় তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী ও আরএসএস কাশ্মীরে যা করছে, সেটা ঠিক নয়। জুলুম করে কখনও সফল হবে না ওরা। ছোটবেলা থেকে আরএসএসের সদস্য মোদী। মুসলিমদের ঘৃণা করে ওই সংগঠন।’

গত এক মাসে এনিয়ে তৃতীয়বার পাক অধিকৃত কাশ্মীরে পা রাখলেন ইমরান খান



 

Show all comments
  • ABdul Karim ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৫৩ পিএম says : 0
    সঠিক বলেছেন জাজাকাল্লাহ খায়ের
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ