নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের খেলা।
ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২ ক্লাবের যুব দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। মাসব্যাপী টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সাইফ ও নোফেল স্পোর্টিং ক্লাব নিজেদের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করেছে। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ-নোফেল ম্যাচটি ১-১ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়।
ম্যাচের ৩১ মিনিটে সাইফ স্পোর্টিং ক্লাবের সানিয়াত পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। এগিয়ে থেকেই তারা বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে নোফেল। ম্যাচের ৪৯ মিনিটে নোফেলের পক্ষে মেজবাহ সমতা সূচক গোলটি করেন (১-১)। ম্যাচ সমতায় ফেরার পর দু’দল আপ্রাণ চেষ্টা করেও দ্বিতীয় গোলের দেখা পায়নি। ফলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে তারা। এর আগে কাল বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাফুফে’র সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এমপি)। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। টুর্নামেন্টে বিপিএলের ১২টি ক্লাবের যুব দল চারটি গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্ব রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলছে। পরে কোয়ার্টার ও সেমিফাইনাল শেষে ৩০ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ আসর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।