বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশালে মাদক ব্যবসার দায়ে হিরন আলী নামে এক মদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম। বৃহস্পতিবার বিকালে হিরনের উপস্থিতিতে রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। দন্ডিত হিরন আলী নগরীর সাগরদী ধান গবেষণা রোডের ফজলে আলী হাওলাদারের ছেলে।
২০১৪ সালের ১৩ নভেম্বর র্যাব-৮ হিরন আলীর বাসায় অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় র্যাব-৮ এর ডিএডি রবিউল আলম বাদী হয়ে হিরনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার ১০ জন স্বাক্ষীর মধ্যে ৯ জনের স্বাক্ষ্য গ্রহন সহ উভয় পক্ষের আইজীবীদের সাওয়াল জবাব শেষে হিরণের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ সহ অপর দন্ড ঘোষনা করেন বিজ্ঞ আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।