নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের জনপ্রিয় আসর ওয়ালটন ফেডোরেশন কাপে ভালই চমক দেখাচ্ছে জায়ান্ট কিলার খ্যাত পুরান ঢাকার দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। আসরে নিজেদের প্রথম ম্যাচে তারা অপেক্ষাকৃত শক্তিশালী ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পয়েন্ট কেড়ে নেয়ার পর এবার অফিস পাড়ার দল টিম বিজেএমসিরও পয়েন্ট ছিনিয়ে নিলো। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রহমতগঞ্জ-বিজেএমসি ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও শেষ মূহূর্তে হার এড়ালো রহমতগঞ্জ। ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পরও পয়েন্ট খুইয়েই মাঠ ছাড়তে হলো বিজেএমসিকে। ম্যাচটি ১-১ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়।
রোমাঞ্চ ছড়িয়েছে বঙ্গবন্ধুতে হওয়া দিনের অপর ম্যাচটিও। ১-১ গোলে ড্র হয় আরামবাগ ক্রীড়া চক্র বনাম ফেনী সকারের ম্যাচটিও। ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকা ম্যাচটি জমে ওঠে আরামবাগের কেস্টারের গোলে। তার দু’মিনিট পরে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান ফেনীর রিডন।
অতীতে ঘরোয়া ফুটবলে অনেক অঘটনের জন্ম দিয়েছে রহমতগঞ্জ। বিভিন্ন আসরে তারা বড় বড় দলগুলোকে হারিয়ে চমক দেখিয়েছে। সেই ধারা এখনো অব্যহত রেখেছে পুরান ঢাকার ক্লাবটি। ওয়ালটন ফেডারেশন কাপের ‘ডি’ গ্রæপে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডানকে রুখে দেয়ার পর শেষ মুহূর্তের গোলে বিজেএমসির বিপক্ষে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছে রহমতগঞ্জ। এই ড্র’র ফলে দুই ম্যাচ শেষে রহমতগঞ্জ ২ পয়েন্ট নিয়ে গ্রæপে শীর্ষ্যস্থানে উঠে এলো।
কাল ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। বলা যায় সমানতালেই লড়েছে তারা। তবে ম্যাচের প্রথমার্ধে গোলে দেখা পায়নি কেউ। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে রহমতগঞ্জ দারুণ এক সুযোগ নষ্ট করে। এসময় ডিফেন্ডার সোয়েব মিয়ার দৃঢ়তায় গোল হজম থেকে বেঁচে যায় বিজেএমসি। বক্সের বাইরে থেকে নেয়া সতীর্থের ফ্রি কিকে রহমতগঞ্জ ফরোয়ার্ড সিও জুনাপিয়োর হেড গোললাইন থেকে ফেরান সোয়েব। এরপর পাল্টা আক্রমণে যায় বিজেএমসি। কিন্তু অভিজ্ঞ ফরোয়ার্ডের অভাবে গোল পায় না তারা। তবে ম্যাচের ৬৩ মিনিটে এগিয়ে যায় বিজেএমসি। এসময় বক্সের বাঁম দিক দিয়ে আবদুলাহ পারভেজের ফ্রিকিকে আসা বল আলতো টোকায় রহমতগঞ্জের জালে জড়িয়ে দেন বিজেএমসির নাইজেরিয়ার ফরোয়ার্ড স্যামসন ইলিয়াসু (১-০)। পিছিয়ে পড়ার পর গোল শোধে মরিয়া হয়েই লড়ে রহমতগঞ্জ। তবে ওই একই সমস্যা, অভিজ্ঞ ফরোয়ার্ডের অভাবে সমতায় ফিরতে পারেনা তারা। তবে ধারাবাহিক আক্রমণে মুখে ম্যাচের অন্তিম মুহূর্তে গোল শোধ দেয় রহমতগঞ্জ। ম্যাচের ৯০ মিনিটে দিদারুল আলমের ক্রস বিজেএমসি গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল ফিরিয়ে দিলেও ফিরতি বলে রহমতগঞ্জের রফিকুর রহমান মামুন শটে গোল করে সমতা আনেন (১-১)। এই ড্রয়ে দুই পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ শীর্ষে থাকলেও এক পয়েন্ট করে পেয়েছে মোহামেডান ও বিজেএমসি। এ দু’দলের মধ্যে গ্রæপের শেষ ম্যাচে যারা জয় পাবে তারাই ‘ডি’ গ্রæপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে যাবে। ম্যাচটি আগামীকাল অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।