Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১১শ মেট্রিক টন কয়লা নিয়ে সাগরে জাহাজডুবি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ৩:৪১ পিএম

বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় ১১০০ মেট্রিক টন কয়লাবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। হেরা পবর্ত-৮ নামের ওই জাহাজের ১২ জন নাবিকের ‘অধিকাংশই’ এখনও নিখোঁজ। লাইটার জাহাজ নিয়ন্ত্রণকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ বলেন, কয়লা নিয়ে ঢাকা যাওয়ার পথে বৃহস্পতিবার সকাল ১০টার আগে উত্তাল সাগরে হেরা পবর্ত-৮ ডুবে যায়। চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে আয়নিক স্পিরিট নামের একটি মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে গত পরশু হেরা পবর্ত-৮ এ কয়লা তোলা শুরু হয়। বৈরী আবহাওয়ার কারণে গতকাল জাহাজটি রওনা হতে পারেনি। বৃহস্পতিবার ভোরে রওনা হয়ে সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সাগরে দুর্ঘটনায় পড়ে। জাহাজে মোট ১২ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করা গেছে। অধিকাংশই এখনো নিখোঁজ। কোস্টগার্ড ও নৌবাহিনী সেখানে তাদের উদ্ধারে কাজ করছে।
এদিকে ঝোড়ো হওয়ার আশঙ্কায় দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাহাজডুবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ