গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত সাড়ে ১০টার পর অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুদিন যাবত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের রাত সাড়ে ১০টার পর ক্যাম্পাসে উপস্থিত না হওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রক্টর তদারকি করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহদিুজ্জামান বলনে, কিছুদিন যাবত ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতদের মাদক সেবন, ছিনতাই এবং চাঁদাবাজির প্রবণতা বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।