মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার সামরিক বাহিনী ৬০ ঘণ্টার মধ্যেই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের পরাজিত করতে পারবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল কারপেন্টার। রাশিয়া, ইউক্রেন এবং ইউরেশিয়া সংক্রান্ত বিষয়ের দায়িত্বে রয়েছেন তিনি। চলতি সপ্তাহে মার্কিন সিনেটের ফরেইন রিলেশন্স কমিটির সামনে বক্তব্য দেয়ার সময়ে এ মন্তব্য করেন মাইকেল কারপেন্টার। রুশ সীমান্তের কাছে পশ্চিমা সামরিক বাহিনী মোতায়েনকে কেন্দ্র করে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রসঙ্গে আলোচনা করেন তিনি। ন্যাটো বাহিনীর প্রস্তুতি যথাযথ নয় বলেও এ সময়ে স্বীকার করেন তিনি। মার্কিন সিনেট কমিটিকে তিনি বলেন, সামরিক সংঘর্ষ দেখা দিলে মাত্র ৬০ ঘণ্টার মধ্যেই রুশ সশস্ত্র বাহিনীর কাছে পরাজিত হবে ন্যাটো সেনারা। তার এ কথার মধ্য দিয়ে মার্কিন থিংক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশনের বক্তব্যেই প্রতিধ্বনিত হয়েছে। চার মাস আগে র্যান্ড বলেছিল, বাল্টিক অঞ্চলে কোনো যুদ্ধ বাঁধলে তিন দিনের কম সময়ের মধ্যেই ন্যাটো এবং মার্কিন বাহিনীকে পরাজিত করবে রাশিয়া। এ সময়ে র্যান্ডের বক্তব্য সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেন মার্কিন সিনেটের করি গার্ডনার। তার প্রশ্নের জবাবে কারপেন্টার বলেন, মার্কিন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত র্যান্ড কর্পোরেশন সঠিক পূর্বাভাসই দিয়েছে। আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।