নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ (অনূর্ধ্ব-২১) হকি টুর্নামেন্টে উদ্বোধনী দিনেই স্বাগতিক সিঙ্গাপুরের কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা। সোমবার সিঙ্গাপুরের সেংক্যাং হকি স্টেডিয়ামে স্বাগতিক দল ৩-০ গোলে হারায় বাংলাদেশকে। বিদেশের মাঠে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে দারুণ শুরু করলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি লাল-সবুজের মেয়েরা। ম্যাচের দুই কোয়ার্টারে আক্রমণে সিঙ্গাপুরের চেয়ে এগিয়ে থাকলেও তৃতীয় কোয়ার্টারে এসে খেই হারান রিতু-স্বর্ণারা। ৪০ মিনিটে পাল্টা আক্রমণ থেকে জোহানা হাজারাতির ফিল্ড গোলে এগিয়ে যায় সিঙ্গাপুর (১-০)। পাঁচ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে বিজয়ীদের পক্ষে দ্বিতীয় গোল করেন সিম ভালেরি (২-০)। চতুর্থ কোয়ার্টারে সিম ভালেরি আরো এক গোল করলে ৩-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশ দলের প্রধান কোচ তারিকউজ্জামান নান্নু বলেন, ‘বিদেশের মাঠে প্রথম ম্যাচে স্বাগতিক দলের বিপক্ষে শুরু দিকে আমার দলের মেয়েরা দারুণ খেলেছে। যদিও শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হার মেনেছে তারা। তবে পরের ম্যাচ গুলোতে আমরা জয় তুলে আনার চেষ্টা করবো।’ মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল মুখোমুখি হবে শ্রীলঙ্কার। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।