মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের বিমান ঘাঁটি থেকে পাকিস্তানে ড্রোন হামলা চালাবে যুক্তরাষ্ট্র! লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদের দাবি সে রকমই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ দিয়ে হাফিজ বলেন, ভারতের প্রধানমন্ত্রী পারলে একবার বলুন যে ভারতের বিমান ঘাঁটিতে মার্কিন ড্রোন নেই। গত শুক্রবারের জুমার নামাজের পর অনুসারীদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন হাফিজ সাঈদ। ভাষণে সাঈদ যে দাবি করেছেন, তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পাকিস্তানেও। হাফিজ বলেন, যুক্তরাষ্ট্রের ড্রোনগুলো এখন ভারতের বিভিন্ন বিমান ঘাঁটিতে রয়েছে। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছি, পারলে বলুন আমি মিথ্যা বলছি। লস্করপ্রধান হাফিজের দাবি, ভারত নিজেদের বিভিন্ন বিমান ঘাঁটিতে মার্কিন ড্রোনকে অবতরণ করার অনুমতি দিয়েছে। পাকিস্তানের বিভিন্ন শহরে বোমাবর্ষণ করানোর জন্যই মার্কিন ড্রোনগুলোকে নিজেদের মাটি ব্যবহার করতে দিচ্ছে ভারত। এদিকে, হাফিজের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকর বলেছেন, ভারত বৃহৎ এবং শক্তিশালী দেশ হিসেবে গোটা বিশ্বে স্বীকৃতি পাচ্ছে। তাতে স্বাভাবিকভাবেই আমাদের প্রতিপক্ষ এবং আমাদের শত্রæরা হতাশ। এই ধরনের মন্তব্য সেই হতাশারই প্রতিফলন। কয়েক দিন আগে এক সমাবেশে ভারতকে হুঁশিয়ার করে দিয়ে হাফিজ সাঈদ বলেন, যদি ভারতীয় বিমান ঘাঁটি থেকে কোনো ড্রোন পাকিস্তানে হামলা চালাতে আসে তাহলে গোটা ভারতে হামলা চালানোর জন্য আমাদের হাতে যথেষ্ট ড্রোন রয়েছে। এনডিটিভি, দ্য হিন্দু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।