Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজ অস্ট্রেলীয় নাগরিকের লাশ পাওয়া গেছে

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রাজিলে নিখোঁজ এক অস্ট্রেলীয় নাগরিকের মৃতদেহ পাওয়া গেছে। গত শনিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ একথা নিশ্চিত করেন। রেই হান্ট (২৫) নামের ওই তরুণ ২১ মে কোপাকাবানা বিচ এলাকা থেকে নিখোঁজ হয়। গত সপ্তাহে রিও থেকে ২৫ কিলোমিটার (১৬ মাইল) দূরে তার মৃতদেহ ভেসে ওঠার পর তাকে জীবিত পাওয়ার আশা শেষ হয়ে যায়। বিশপ সাংবাদিকদের বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি ব্রাজিলের কর্তৃপক্ষ আমাদের অবহিত করেছে স¤প্রতি রিও ডি জেনেরিওর কাছে যে মৃতদেহটি পাওয়া গেছে তা অস্ট্রেলীয় নাগরিক রেই ডুভাল হান্টের। তিনি আরো বলেন, আমরা তার পরিবারের সঙ্গে কাজ করে যাব। আমাদের কনসুলারের দায়িত্বের মধ্যে যা রয়েছে আমরা তার সবকিছু পালনের মাধ্যমে তাদের সহায়তা করব। এছাড়াও কীভাবে সে মারা গেছে সে বিষয়ে নিশ্চিত হতেও আমরা ব্রাজিলের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাব। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ অস্ট্রেলীয় নাগরিকের লাশ পাওয়া গেছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ