Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে বিষ প্রয়োগে ডিম মাছ নিধন, মেম্বর সহ৫ জনের(১মাস) কারাদণ্ড

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৫৮ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিভিন্ন এলাকায় খালে নদীতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগে মাছ নিধন করছে। নদীতে বিষ প্রয়োগ করায় পানি দূষিত হয় ফলে চিংড়ি, পুটি, ব্যাদা, পাবদা, বায়লা, টেংড়া, শিং, কৈ, মাগুড়সহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের বংশ দিনে দিনে বিলীন হয়ে যাচ্ছে। সুত্র জানায়, দুর্বৃত্তরা গভীর রাতে উপজেলার পোনা নদী হতে চাড়াখালী গোদীকাটা পর্যন্ত, ঘিগড়া, কেওতা, বামনকাঠি, পাড়গোপালপুর, আমিন বাড়ি খাল, ধানসিড়ি, পোনা, জাঙ্গালিয়া নদী ও পাড়ের খালে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে বিভিন্ন হাট- বাজারে মাছ বিক্রেতাদের মাধ্যমে মাছগুলো বিক্রি করে। মাছ বিক্রেতাদের কাছে জানতে চাইলে তারা জানান, উপজেলার বিভিন্ন এলাকা থেকে ক্রয় করে এনে তারা বাজারে বিক্রি করছেন।নিজ গালুয়ার বাসিন্দা নাসির জানান- প্রত্যেক ডালাগোনে ৪/৫ মিলে গভীর রাতে ভাতের সাথে বিষ দিয়ে নদীতে ফেলে মাছ ধরে।এ ঘটনায় উপজেলার ঘিগড়া গ্রামের তালুকদার আঃ ছোবাহান এলাকাবাসীর পক্ষে ইউএনও অফিস, রাজাপুর থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করে। তিনি অভিযোগে জানান, যারা মাছ ধরার জন্য খালে - জাল পাতেন বা মৎসজীবি তারাই এহেন নেক্কার জনক ঘটনা ঘটিয়েছেন বলে তার ধারনা। এ ঘটনায় আজ ৯ সেপ্টেম্বর সোমবার সাবেক মেম্বর হেমায়েত উদ্দিন (৫২)পিতা মৃত: সামসুর রহমান, সাং-পুখরীজানা (২) মোঃ রাসেল (২৭), পিতা- মোঃ ছিদ্দিক খলিফা, সাং-উঃ সাউদপুর, (৩) মোঃ সুমন (২৬), পিতা- মৃত: আ: রশিদ, সাং-মঠবাড়ী (৪) মোঃ রুবেল (২৬), পিতা মৃত: কালু সরদার, সাং-পুখরীজানা, (৫) বেলায়েত মল্লিক (২৬), পিতা-মৃত: রশিদ মল্লিক, সাং-মঠবাড়ী, ৫ জনকে উন্মুক্ত খালে বিষ দিয়ে মাছ ধরার জন্য দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ অনুযায়ী প্রত্যেককে ১ মাসের কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার।- সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জানান, চক্রটিকে ধরার চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ